শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন ঘটিয়েছেন : মেয়র টিটু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মসিকের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মসিকের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনার বাস্তবায়ন ঘটেছে। এতে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মসিকের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এ সভায় ময়মনসিংহ জেলা ও মহানগরের পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতারা অংশ নেন।

মসিক মেয়র বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও সুষ্ঠুভাবে উদযাপনে এরইমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন সড়ক আলোকিতকরণসহ বিভিন্ন সড়কে চলমান উন্নয়নকাজ পূজার পূর্বে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে এ কার্যক্রম বাধাগ্রস্ত হলেও পূজার আগে এসব কাজ সমাপ্ত করা হবে।

মেয়র তার বক্তব্যে সিটি করপোরেশন এলাকার ৮৮টি পূজামণ্ডপের প্রতিটিতে আর্থিক সহযোগিতা এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের সহযোগিতার ঘোষণা দেন। এ ছাড়াও পূজা সুষ্ঠু উদযাপনে নারী-পুরুষের আলাদা লাইন করা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, ওয়ান টাইম প্লেট গ্লাস ড্রেনে না ফেলা, সড়কের কোনো বৈদ্যুতিক লাইন থেকে সরাসরি বিদ্যুৎ না নেওয়া, প্যান্ডেল বানানোর জন্য সিটির কোনো সড়কে খোঁড়াখুঁড়ি না করার জন্য অনুরোধ করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশন সিটির ৫টি মণ্ডপকে সাজসজ্জা, সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়কে বিবেচনা করে পুরস্কৃত করবে বলে তিনি ঘোষণা দেন। এ ছাড়াও তিনি জানান, এ বছরও কাচারি ঘাটে বিসর্জন ঘাট করা হবে। এজন্য এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর উদযাপনে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিবারের মতো এবারও পাশে থাকবে।

মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-১ মো. আসিফ আলী ডনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মসিক সচিব মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. রাখাল চন্দ্র সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন চন্দ্র দে, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রশান্ত কুমার রায় চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়সহ সিটি করপোরেশন এলাকার ৮৮টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১০

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১১

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১২

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৭

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৯

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

২০
X