বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন বলেছেন, ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ মহাজনসমুদ্রে পরিণত হবে। প্রায় একই ইস্যুতে অভিন্ন বক্তব্য দেন যুবদলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১১ অক্টোবর) টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নয়ন এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ব্যর্থ হয়েছে। ক্ষমতায় থাকার জন্য সরকার সবকিছু করছে। বিরোধী দলের প্রতি দমন পীড়নের মাত্রা সরকার বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের এক দফার দাবিতে ১৬ অক্টোবর রাজধানী ঢাকায় যুবসমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় যুবসমাবেশ। এই সমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে।
টঙ্গী ও গাজীপুরে পরপর দুটি প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ। সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মঈনুদ্দিন রুবেল, সহসাংগঠনিক সম্পাদক গোলাম ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন