সিলেটের গোয়াইনঘাটে কীটনাশক দিয়ে ১০ জন কৃষকদের প্রায় ১৬ হাজার নাগা মরিচের চারা ও ১বিঘা ধানক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
বুধবার (১১ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. আব্দুন নুর বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের আব্দুল হাসনাত, আবদুল হাসিম, আব্দুল হান্নান, নুর, ফয়সাল আহম্মেদ, সানী, আব্দুল আহাদ, নিপন দাস ও বাশির উদ্দিনের ৬টি বেডে প্রায় ১৬ হাজার নাগা মরিচের চারা ছিল। রাতে কোনো এক সময় আগাছা নাশক কীটনাশক স্প্রে করে এসব চারা গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
অপরদিকে একই গ্রামের আব্দুল হাশিম ও সানী আহমদের ১বিঘা আমন ক্ষেতে রাতের আঁধারে কীটনাশক স্প্রে দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা।
খোাঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর এক হাজার নাগা মরিচের চারা রোপন করে ৬-৭ লাখ টাকা উপার্জন করেন করে থাকেন কৃষকরা।
এ ঘটনার খবর পেয়ে শুক্রবার ভোরে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মন্তাজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ পেয়ে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আক্তারুজ্জামান শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান, ‘লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ হবে।’
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, ‘কৃষিনির্ভর গোয়াইনঘাটে এ নিয়ে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। কিছুদিন পূর্বে একই ইউনিয়নের খলাগ্রামে কৃষক সেলিম উদ্দিনের শসা, ঢেঁড়শ এবং বরবটি ক্ষেত উপড়ে ফেলে দিয়েছিল দূর্বৃত্তরা। ঐ ঘনটার রেশ কাটতে না কাটতেই একই ইউনিয়নে আবারও রাতের আঁধারে এমন ঘটনা ঘটলো। যে বা যারা কৃষকদের বুকভরা স্বপ্নকে ধূলিসাৎ করেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন