মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মদপানে দুই নারীর মৃত্যুর ঘটনায় মা-সহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে আদালতে তোলা হলে বিচারক দুজনের জামিন মঞ্জুর করলেও তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার রাতে এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেন মৃত পারুল আক্তারের বাবা আব্বাস ব্যাপারী। মৃত অপর নারীর নাম সাগরিকা। শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার চারতলায় মদপানে অসুস্থ হয়ে ওই দুই নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় সাগরিকার মা সাবিনা ইয়াসমিন পান্না, মামা তোফাজ্জেল হোসেন বাবু, সাগরিকার স্বামী মজিবুর বয়াতী, ডালিয়া বেগম ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, ওই পাঁচজনকে সোমবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। এদের মধ্যে সাগরিকার স্বামী মজিবুর বয়াতী ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারের জামিন মঞ্জুর করা হয়। তবে বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
১ অক্টোবর মাদারীপুর পৌরশহরের কলেজ রোড এলাকার লুৎফর রহমান মোল্লার বাসার চারতলা ভাড়া নেন সাগরিকা নামের ওই নারী। সাগরিকার সঙ্গে মা সাবিনা ইয়াসমিন পান্না ও মামা তোফাজ্জেল হোসেন বাবু থাকতেন।
পুলিশ জানায়, শনিবার রাতে সাগরিকা তার বান্ধবী পারুল ও ডালিয়াসহ কয়েকজন মদের আসর বসান। এ সময় সবাই মিলে মদপান করেন। অতিরিক্ত মদপানে রুমের ভেতরেই মারা যান সাগরিকা। এ সময় গুরুতর অসুস্থ হন আরও তিনজন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন