রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে আহত ৯, আটক ৮

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কক্সবাজারের চকরিয়ায় শিশুদের মারামারির গুজবে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ ও মারামারিতে ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন ওই এলাকার আবদুল মোনাফের ছেলে আবুল হাশেম (৭০), তার ছেলে হারুনর রশীদ (৪০), সাদ্দাম হোসেন (৩০), ছাদেকুর রহমান (৩৫), আরিফুর রহমান (৩০), মোশাররফ হোসেন (২০), কবির আহমদের ছেলে রবিউল (১৮), ছিদ্দিক আহমদের ছেলে বাদশা (৪৫) ও নুর নবীর ছেলে মো. কালু (৩৭)।

আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবুল হাসেমের ছেলে সাদ্দাম হোসেন ও ছাদেকুর রহমানের অবস্থায় গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ চৌধুরী জানায়, খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবুল হাশেম বলেন, দুই শিশুর মধ্যে ঝগড়া হয়েছে এমন একটি কথা লোকের মুখে ছড়িয়ে পড়ে বদরখালী ইউনিয়নের নতুনবাজার এলাকায়। এর জের ধরে আবুল হাশেম বাড়ির পার্শ্ববর্তী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করলে প্রতিপক্ষের বদরখালীর গুদামপাড়ার বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দা, লোহার রড় ও লাঠি নিয়ে অতর্কিত আমার ওপর হামলা করে এ সময় তাদের কাছে বন্দুকও ছিল। এই ঘটানার খবর পেয়ে আমার ছেলেরা ঘটনাস্থলে এলে তাদের গুলি করে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চকরিয় থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, দুই পক্ষের সংঘর্ষে ও গোলাগুলি হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

মামলার আইও সাব ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

১০

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

১১

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১২

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১৩

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১৪

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৫

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৬

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৭

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৮

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

১৯

ফারিন খানের রহস্যময় পোস্ট, কী চলছে এই অভিনেত্রীর জীবনে?

২০
X