চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে আহত ৯, আটক ৮

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কক্সবাজারের চকরিয়ায় শিশুদের মারামারির গুজবে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ ও মারামারিতে ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন ওই এলাকার আবদুল মোনাফের ছেলে আবুল হাশেম (৭০), তার ছেলে হারুনর রশীদ (৪০), সাদ্দাম হোসেন (৩০), ছাদেকুর রহমান (৩৫), আরিফুর রহমান (৩০), মোশাররফ হোসেন (২০), কবির আহমদের ছেলে রবিউল (১৮), ছিদ্দিক আহমদের ছেলে বাদশা (৪৫) ও নুর নবীর ছেলে মো. কালু (৩৭)।

আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবুল হাসেমের ছেলে সাদ্দাম হোসেন ও ছাদেকুর রহমানের অবস্থায় গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ চৌধুরী জানায়, খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবুল হাশেম বলেন, দুই শিশুর মধ্যে ঝগড়া হয়েছে এমন একটি কথা লোকের মুখে ছড়িয়ে পড়ে বদরখালী ইউনিয়নের নতুনবাজার এলাকায়। এর জের ধরে আবুল হাশেম বাড়ির পার্শ্ববর্তী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করলে প্রতিপক্ষের বদরখালীর গুদামপাড়ার বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দা, লোহার রড় ও লাঠি নিয়ে অতর্কিত আমার ওপর হামলা করে এ সময় তাদের কাছে বন্দুকও ছিল। এই ঘটানার খবর পেয়ে আমার ছেলেরা ঘটনাস্থলে এলে তাদের গুলি করে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চকরিয় থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, দুই পক্ষের সংঘর্ষে ও গোলাগুলি হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

মামলার আইও সাব ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলেও খাবেন না এই ৩ পানীয়, নষ্ট হতে পারে আপনার স্মৃতিশক্তি

সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন ‘টিআরসি’র আত্মপ্রকাশ

শাহ আমানত বিমানবন্দরে মাঝারি স্কেলের অগ্নি নির্বাপন মহড়া

কাদাজলে লন্ডভন্ড ইন্দোনেশিয়ার জনজীবন

শিক্ষকরা কর্মবিরতিতে, পরীক্ষা নিলেন শিক্ষা অফিসার

বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ, কলগার্লসহ আটক ৩

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুলাই শহীদদের আত্মত্যাগই আমাদের চালিকাশক্তি : উপদেষ্টা আদিলুর রহমান

এবার শাকিবের বিপরীতে নাসির উদ্দিন খান

১০

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : ছাত্রশিবির সেক্রেটারি

১১

রাতের আঁধারে উধাও জার্মান সেনাবাহিনীর বিপুল গোলাবারুদ

১২

নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট, নাহিদের প্রতিক্রিয়া

১৩

ট্রাম্পের হস্তক্ষেপে মুক্তি পেলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

১৪

প্রাথমিকে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষকদের যে হুঁশিয়ারি দিল মন্ত্রণালয়

১৫

ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা জানাল গাজা

১৬

সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

১৭

তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার কোনো ভাষা নেই : সাবিকুন নাহার

১৮

আলট্রা-লার্জ ব্যাটারিসহ বাজারে এলো নতুন মোবাইল ফোন

১৯

বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলগুলোয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে : সালাহউদ্দিন আহমদ

২০
X