বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে আহত ৯, আটক ৮

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কক্সবাজারের চকরিয়ায় শিশুদের মারামারির গুজবে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ ও মারামারিতে ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন ওই এলাকার আবদুল মোনাফের ছেলে আবুল হাশেম (৭০), তার ছেলে হারুনর রশীদ (৪০), সাদ্দাম হোসেন (৩০), ছাদেকুর রহমান (৩৫), আরিফুর রহমান (৩০), মোশাররফ হোসেন (২০), কবির আহমদের ছেলে রবিউল (১৮), ছিদ্দিক আহমদের ছেলে বাদশা (৪৫) ও নুর নবীর ছেলে মো. কালু (৩৭)।

আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবুল হাসেমের ছেলে সাদ্দাম হোসেন ও ছাদেকুর রহমানের অবস্থায় গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ চৌধুরী জানায়, খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবুল হাশেম বলেন, দুই শিশুর মধ্যে ঝগড়া হয়েছে এমন একটি কথা লোকের মুখে ছড়িয়ে পড়ে বদরখালী ইউনিয়নের নতুনবাজার এলাকায়। এর জের ধরে আবুল হাশেম বাড়ির পার্শ্ববর্তী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করলে প্রতিপক্ষের বদরখালীর গুদামপাড়ার বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দা, লোহার রড় ও লাঠি নিয়ে অতর্কিত আমার ওপর হামলা করে এ সময় তাদের কাছে বন্দুকও ছিল। এই ঘটানার খবর পেয়ে আমার ছেলেরা ঘটনাস্থলে এলে তাদের গুলি করে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চকরিয় থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, দুই পক্ষের সংঘর্ষে ও গোলাগুলি হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

মামলার আইও সাব ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১০

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১১

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১২

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৩

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৪

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৬

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৭

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

১৮

শিক্ষকদের কৌশলে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীদের

১৯

ইরাকে চাকরির বিষয়ে দূতাবাসের সতর্কতা

২০
X