রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত উন্নয়ন শোভাযাত্রাকে ‘মাদক কারবার জোরদারের শোভাযাত্রা’ বলে মন্তব্য করেছেন স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বাদল। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করে তিনি এ মন্তব্য করেন। সাইদুর রহমান বাদল পবার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ দখলে রাখতে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন এমপি আয়েন উদ্দিন। গত বুধবার মোহনপুরে এবং পর দিন বৃহস্পতিবার পবায় ‘উন্নয়ন শোভাযাত্রা’ নামে এই শোভাযাত্রা করেন তিনি।
পবার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান বাদল এই শোভাযাত্রাকে ‘মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা’ বলে মন্তব্য করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা জানাই এবং অন্তর থেকে ভালোবাসি। আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজ যে হরিপুর ইউনিয়ন থেকে এমপি আয়েন উদ্দিনের মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, সেটা আসলে শোভাযাত্রা নয়, ফেনসিডিল-মাদক ব্যবসায়ীদের একটি শোভাযাত্রা হয়েছে। মাদক ব্যবসাকে আরও জোরদার করার জন্য আমার মনে হয় এই শোভাযাত্রাটা অনুষ্ঠিত হয়েছে।’
এক মিনিট এক সেকেন্ডের এই ভিডিওতে প্রবীণ আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বাদল আরও বলেন, ‘আমি ধিক্কার জানাই। আপনার কাছে বিশেষভাবে আকুল আবেদন জানাই, এ রকম শোভাযাত্রা না হওয়াই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগের এই শোভাযাত্রা মানায় না।’
ভিডিওর বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান বাদল বলেন, ‘আমি একটা সালিশে আছি। তবে ভিডিওতে বাস্তব সত্যটাই তুলে ধরেছি। এ বিষয়ে বিস্তারিত মোবাইলে নয়, সাক্ষাতে বলব।'
এ বিষয়ে জানতে শুক্রবার সন্ধ্যায় এমপি আয়েন উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
মন্তব্য করুন