কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান বলেছেন, বিএনপি কখনই ক্ষমতায় যেতে পারবে না। কারণ বাংলাদেশের জনগণ বুঝে গেছে বিএনপি-জামায়াতের দুর্নীতির চিত্র।
রোববার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রংপুরের মিঠাপুকুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাশেক রহমান বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির বরপুত্র তারেক রহমান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে মোটা ঢেউটিনের পরিবর্তে চিকন টিন দিয়ে প্রথম দুর্নীতি শুরু করেন।
তিনি বলেন, বিএনপি আর কখনই ক্ষমতায় যেতে পারবে না। কারণ বিএনপি-জামায়াতের দুর্নীতির চিত্র বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
অনুষ্ঠান শেষে ৮৬ জন নারী-পুরুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।
মন্তব্য করুন