লালমনিরহাটে শতাধিক মহিলা জাতীয় পার্টিতে যোগদান করেছেন। বুধবার (২৫অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ৪, ৫ ও ৮ নং ওয়ার্ডের শতাধিক মহিলা জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জেলা জাতীয় পার্টির নেতারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের নাজমা বেগম, ৫নং ওয়ার্ডের মেরী বেগম এবং ৮নং ওয়ার্ডের কাজী লাবনী আক্তার ও নারগিজ আক্তারের নেতৃত্বে ওই মহিলারা আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
এ উপলক্ষে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য আনসার আলী, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী।
যোগদানে নেতৃত্বদানকারী ৪নং ওয়ার্ডের নাজমা বেগম জানান, এক সময় লালমনিরহাট ছিলো জাতীয় পার্টির ঘাঁটি। এখনো লালমনিরহাট জেলা সদর ৩ আসন জাতীয় পার্টির দখলে। লালমনিরহাট-৩ আসনের এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা নারীরা জাতীয় পার্টিতে যোগ দিয়েছি।
অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন