রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের আগামীকাল শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশ কেন্দ্র করে নারায়ণগঞ্জের কাঁচপুর, সাইনবোর্ড ও তারাবো এলাকাসহ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে রাজধানীর প্রধান প্রবেশপথে কয়েকটি চেকপোস্ট বসিয়েছে পুলিশ ও র্যাব।
তবে চেকপয়েন্টগুলোতে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।
২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা করেছে। দুই সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই চেকপোস্টগুলোতে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী৷
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢিলেতালে কার্যক্রম চললেও বিকেলের পর থেকে চেকপোস্টগুলোতে কড়া নজরদারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে নারায়ণগঞ্জে বিএনপির অন্তত ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তাদেরকে পুরোনো বিস্ফোরক আইনে ও নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
মন্তব্য করুন