সরকার পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে এবং নিজ এলাকা থেকে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৫০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে এ অভিযোগ তুলেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসীম উদ্দিন।
জসীম উদ্দিন বলেন, বিএনপির মহাসমাবেশের আগের দিন বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হয়রানি বেড়েছে। এখন পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৫০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। নেতাকর্মীরা যেসব গাড়িতে করে ঢাকায় যাচ্ছেন, তাদেরকে সেসব গাড়িতে বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছে। মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিস ঘাঁটাঘাঁটি করে দেখছে পুলিশ। এ ছাড়া নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়েও হয়রানি করছে। এটা কোনো সভ্য দেশের চিত্র হতে পারে না।
বিএনপির এই নেতা বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা থেকে আমাদের প্রায় ১০ হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। মাত্রাতিরিক্ত পুলিশি হয়রানি এবং গ্রেপ্তার উপেক্ষা করে মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীরা ঢাকায় যাবেই। সরকারের পতন এবার চূড়ান্ত। কেউ আটকাতে পারবে না।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর জামায়াতের এক নেতা জানান, শাফলা চত্বরে জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে কুমিল্লায় বিভিন্ন উপজেলা থেকে তাদের ১০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
এ বিষয়ে জানতে জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বেশ কয়েকবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার এসআই প্রদ্যুৎ ঘোষ বলেন, আটকের অভিযোগ মিথ্যা। এই সংক্রান্ত কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি।
এদিকে সদর দক্ষিণ মডেল থানায় যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে পুলিশের এক সদস্য বলেন, এই থানায় এই সংক্রান্ত কোনো ব্যক্তিকে আটক করা হয়নি।
মন্তব্য করুন