রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশ মুখে নারায়ণগঞ্জের সোনারগাঁ, চিটাগাংরোড, সাইনবোর্ডে কঠোর তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সাধারণ গাড়ি তল্লাশি করা হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি তল্লাশি করছে না তারা।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন তল্লাশি চৌকিতে এমন দৃশ্য দেখা গেছে।
সকাল থেকেই গণপরিবহনসহ ছোটখাটো যানবাহন থামিয়ে কঠোর তল্লাশি করছে পুলিশ। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। জয় বাংলা স্লোগানে দুপুর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে আসছেন। পুলিশের তল্লাশি চৌকি অতিক্রম করলেও গাড়ি থামাতে দেখা যায়নি কর্তব্যরত পুলিশদের। তবে পুলিশের ভাষ্য, কোনো নির্দিষ্ট গাড়ি নয় সব গাড়িতেই তল্লাশি কার্যক্রম চলমান আছে তাদের।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেন, ঢাকায় সমাবেশকে ঘিরে আমরা ৩০০ থেকে ৩৫০টি বাস, ট্রাক ভাড়া করেছি। অন্যবারের মতো ঢাকায় সমাবেশে এবারও নিজেদের আধিপত্য দেখাতে রেকর্ডসংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা উপস্থিত হবো।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আমরা শুধু আওয়ামী লীগ না সব গাড়িকেই থামিয়ে তল্লাশি করছি। কোনো নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে আমরা তল্লাশি চালাচ্ছি না। এখন পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেপ্তার নেই। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা এ তল্লাশি চালাচ্ছি।
মন্তব্য করুন