ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ডিবি পরিচয়ে দুই নারীকে তুলে নেওয়ার অভিযোগ

ভুক্তভোগী দুই নারী। ছবি : কালবেলা
ভুক্তভোগী দুই নারী। ছবি : কালবেলা

ঝিনাইদহে ভুয়া ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী দুই নারী।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী শিফালি বেগম (৭৫) ও লাইলি খাতুন (৫৫) এর পরিবার গণমাধ্যমকর্মীদের কাছে এ ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে ১৯ তারিখ রাতে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দুটি কালো রঙের মাইক্রোবাসে এসে নিজেদের ঝিনাইদহ ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

ডিবি পরিচয়ে তুলে নেওয়া শিফালি বেগম ঝিনাইদহ সদর উপজেলার হরিসংকরপুর ইউনিয়নের শিতারামপুর গ্রামের লিয়াকত মোল্লার স্ত্রী এবং অপর নারী লাইলি খাতুন আরজো নারায়ণপুর পশ্চিমপাড়ার গ্রামের গামার আলী মোল্লার স্ত্রী। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর থানায় শিফালি বেগমের বড় ছেলে স্বপন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকে গ্রামের সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে।

ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিফালি বেগমের বড় ছেলে মো. স্বপন হোসেন জানান, গত ২০ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন অপরিচিত লোক দুটি কালো মাইক্রোবাসে করে ডিবি পরিচয়ে আমাদের বাড়িতে আসে। তাদের সাথে আমাদের গ্রামের মুক্তার নামে এক ব্যক্তি ছিল। এ সময় আমরা ঘুমিয়ে ছিলাম। তারা আমার মা’র ঘরের দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। এ সময় তারা অকথ্য ভাষায় গালি দিতে থাকে। তাদের চিৎকার শুনে ঘুম থেকে জেগে আমার ঘর থেকে বেরিয়ে আসি। এরপর তাদের বিষয়টি কি জানতে চাইলে তারা ডিবি পরিচয় দেয় এবং আমার প্রবাসী ছোট ভাই জসিম হোসেন কোথায় আছে জানতে চাই। পরে বিভিন্ন ঘরে জসিমকে খুঁজতে থাকে আর বলে জসিম বিদেশ থেকে দেশে এসেছে সে এখন কোথায়। আর জসিমের কাছে দোবাই থেকে আমাদের পরিচিত একজন অনেক দামি জিনিসপত্র পাঠিয়েছে কিন্তু জসিম সেগুলো এয়ারপোর্ট না দিয়ে পালিয়েছে। পরে আমি ডিবি পরিচয়ে ব্যক্তিদের জানাই জসিম বাড়িতে আসেনি। তখন তারা আমাদের কিছু না বলে আমার মাকে তাদের ব্যবহৃত গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পরে ওই রাতে আমার মায়ের সাথে পাশের গ্রাম আরজো নারায়ণপুর পশ্চিমপাড়ার গামার আলী মোল্লার স্ত্রী লাইলি খাতুন নামে আরও এক নারীকে তুলে নিয়ে গেছে বলে জানাতে পারি। রাতেই ঝিনাইদহ সদর থানা ও ডিবি অফিসে যোগাযোগ করা হলে তারা কিছু জানে না বলে জানায়। এরপর সকালে সংবাদ পায় তাদের দুজনকে ঝিনাইদহ-ফরিদপুর মহাসড়কের কালা স্ট্যান্ডে পাওয়া গেছে। প্রতিবেশীদের নিয়ে সেখান থেকে তাদের বাড়ি নিয়ে আসি।

ওই গ্রামের নাসিমা খাতুন নামের এক গৃহবধূ জানান, আমাদের গ্রাম থেকে ডিবি পরিচয় দিয়ে শিফালী বেগম নামের একজনকে তুলে নিয়ে যায়। পরে জানতে পারি, তারা ডিবি পুলিশ নয়। এখন আমরা সবাই আতঙ্কে আছি। কবে কখন আবার কাকে তুলে নিয়ে যায়। এটা ভালো কিছু মনে হচ্ছে না, আমরা এখন আতঙ্কে আছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেন ওই গৃহবধূ।

ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া অপর নারী লাইলি খাতুন জানান, ঘটনার রাতে আমি আমার শোবার ঘরে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ১৫ জনের মতো একটি দল আমার বাড়িতে প্রবেশে করে। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে তখন আমার চিৎকারে বাড়িতে থাকা আমার শ্বশুর আমাকে না নেওয়ার জন্য অনুরোধ করলে আমার শ্বশুর ও শাশুড়িকে গুলি করার ভয় দেখায় ও তাদের হ্যান্ডক্যাপ পরানোর ভয় দেখায়। পরে ৫০ হাজার টাকা দাবি করে। এ সময় তারা বাড়িতে থাকা ৩০ হাজার টাকা নিয়ে আমাকে তাদের গাড়িতে তোলে। গাড়িতে উঠে দেখি আগে থেকেই গাড়িতে আমার পাশের গ্রামের আরেকজন বয়স্ক মহিলা গাড়িতে আছে। এরপর আমাদের নিয়ে দুটি গাড়ি ফরিদপুরের দিকে রওনা হয়। আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে- এমন প্রশ্ন করা হলে তাদের একজন আমার গলাই ছুরি ধরে বলে, কথা বললেই মেরে ফেলা হবে। ফরিদপুর যাওয়ার পর তারা কি সব আলোচনা করে। এরপর আমাদের অন্য গাড়িতে তুলে আবার ঝিনাইদহের দিকে নিয়ে আসে। এরপর সকালে ঝিনাইদহ-ফরিদপুর মহাসড়কের কালা স্ট্যান্ডে আমাদের দুজনকে নামিয়ে আমাদের ছবি তুলে ও ভিডিও করে নিয়ে ফেলে রেখে যায়। লাইলি খাতুন আরও জানান, তাদের কাছ থেকে মুক্ত হওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে ঝিনাইদহ ডিবি অফিসে যায়। সেখানে গিয়ে তাদের বিষয়টি বললে তারা কিছু জানে না এবং তাদের কোনো সদস্য এমন অভিযানে যায়নি বলে জানিয়ে দেয়। এ সময় ডিবি পরিচয় দেওয়া ওই দলের সাথে থাকা পার্শ্ববর্তী কাংড়াই গ্রামের আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেনের পরিচয় জানালে তাকে ডেকে বকাঝকা করে কিন্তু আজ পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন লাইলি। এ বিষয়ে ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখন বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১০

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১১

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১২

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১৩

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১৪

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১৫

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

১৬

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

১৭

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৮

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

১৯

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

২০
X