রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির অবরোধ

রাজশাহীর মোড়ে মোড়ে যুবলীগ-ছাত্রলীগের পাহারা

রাজশাহীর মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজশাহীর মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজশাহীতে তেমন কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে বিএনপির ডাকা তিন দিনের অবরোধের কর্মসূচিতে যে কোনো ধরনের নাশকতা রুখতে এবং যান চলাচলসহ সবকিছু স্বাভাবিক রাখতে রাজশাহী নগরীর মোড়ে মোড়ে পাহারা বসিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচি রুখে দিতে রাজশাহীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ-ছাত্রলীগ।

রাজশাহী নগরীতে সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে রাজশাহী নগরীতে বাসসহ অন্য যানবাহন চলাচল তুলনামূলক ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক হতে থাকে। পুরো রাজশাহী নগরজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশাও চলছে অন্যদিনের মতোই। তবে যাত্রী সংকটের কারণে দূরপাল্লা ও আন্তঃজেলা জেলার বাস খুব কম চলছে। তবে রাজশাহী জেলার মধ্যেই সিএনজি ও হিউম্যান হলার চলাচল করতে দেখা গেছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘মঙ্গলবার সকালে দূরপাল্লার ২-৩টি বাস রাজশাহী ছেড়ে গেছে। যাত্রী সংখ্যা একেবারে কম হওয়ার কারণে ঘন ঘন বাস রাজশাহী থেকে ছাড়তে পারিনি। তবে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি বাস রাজশাহী ছেড়ে গেছে। খুব বেশি লোকসান করে খালি বাস তো কেউ নিয়ে যেতে চায় না। তারপরও খুব কম যাত্রী নিয়েই বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে।

এদিকে সকাল থেকেই রাজশাহীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ ও র‌্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে। সে সাথে নিরাপত্তায় আছে বিজিবিও।

অপরদিকে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর সর্বাত্ম অবরোধ কর্মসূচি রুখে দিতে সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ। এ সময় যুবলীগের নেতারা বলেন, বিএনপির ডাকা ৭২ ঘণ্টার অবরোধে জনগণ কোনো সাড়া দেয়নি। রাস্তায় সব ধরনের পরিবহন চলছে। এতেই প্রমাণ হয় সাধারণ মানুষ এই অবরোধ প্রত্যাখ্যান করেছে।

তারা আরো বলেন, বিএনপির জন্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তাই এই অবরোধকে ঘিরে তারা যেন কোনো ধরনের সহিংসতা বা নাশকতা না করতে পারে এ কারণে যুবলীগের কর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। তারপরেও কেউ যদি নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের ছাত্রলীগ ও যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাস ও এর আশপাশে বিক্ষোভ মিছিল করেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় শক্ত অবস্থান নিয়ে পাহারা বসায় ছাত্রলীগ। তারা অবরোধের বিপক্ষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি, দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস কর্মকাণ্ড, নৈরাজ্য, অপতৎপরতার ধারক-বাহক মৌলবাদী অপশক্তি বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে ছাত্রসমাজ জেগে উঠেছে। বিএনপি-জামায়াতের কোনো অপতৎপরতাই আর কাজে আসবে না। রাজশাহীবাসী বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, ‘জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের অপতৎরতা রোধে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১০

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১১

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১২

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৩

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৬

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৭

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

২০
X