বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, সরকার পতনের একদফা দাবি ও বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে সারা দেশে অবরোধ ডেকেছে বিএনপি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএনপির ডাকা অবরোধ অনেকটা ঢিলেঢালাভাবে চলছে। মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা । উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।
সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত কুমিল্লা-মিরপুর সড়কের উপজেলার সদর, সাহেবাবাদ, ধান্যদৌল, বড়ধুশিয়া, চান্দলা ও মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কে যানবাহন স্বাভাবিক নিয়মেই চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে মানুষের উপস্থিতিও বেড়ছে। বিপনি-বিতানে যথা নিয়মেই চলছে বেচাকেনা। সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে পূর্বের নিয়মেই পাঠদান। রাস্তায় মানুষের চলাচল স্বাভাবিক। থানাপুলিশও রয়েছে সতর্ক অবস্থানে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ব্রাহ্মণপাড়ায় অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি। পুলিশ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন