ভোলায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিএনপির ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন পালন করছেন ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (১ নভেম্বর) ভোলা সদর উপজেলার খেয়াঘাট রোডের চৌমুহনী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি। অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সড়কের দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ কর্মজীবী মানুষ। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের আন্তঃউপজেলা রুটে বাস চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক। এ ছাড়াও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে শহরে। ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে নামে।
অবরোধের মধ্যে শহরের বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
মন্তব্য করুন