বিএনপির ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পিকেটিং করার সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।
আটকরা হলেন, উপজেলার ষাইটশালা এলাকার জসিম উদ্দিন আখন্দের ছেলে তানিম আখন্দ (২২), একই এলাকার মো. সরু মিয়ার ছেলে রহমত উল্লাহ (২০) ও সিদলাই এলাকার মো. শওকতের ছেলে আশিকুর রহমান আশিক (২৩)।
ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী গাড়ি আটকিয়ে ভাঙচুর ও পিকেটিং করছিল। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকেটিংকারীদের ধাওয়া করে এবং বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে।
তিনি আরও জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় কাজ করছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন