যশোরে বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের মনিহার এলাকায় পরিবহণ শ্রমিক সমিতি অফিসের অদূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যশোরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। রাত আনুমানিক সাড়ে ১১ টার আগুন নিয়ন্ত্রণে আসে। বাসটির বেশিরভাগ অংশ ভস্মীভূত হয়ে গেছে। তবে, কীভাবে বাসে আগুন লেগেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন জানিয়েছেন, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। কোনো নাশকতাকারী ঘটনা ঘটালে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মনিহার এলাকার শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ কর্মকর্তারা কথা বলছেন।
মন্তব্য করুন