সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বন্ধ ৫৯ পোশাক কারখানা, আসামি সাড়ে ৩ হাজার

সাভারে বন্ধ ৫৯ পোশাক কারখানা। ছবি : কালবেলা
সাভারে বন্ধ ৫৯ পোশাক কারখানা। ছবি : কালবেলা

বেতন বাড়ানোর দাবিতে গত ২৯ অক্টোবর থেকে সাভার, আশুলিয়ায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এর মাঝে গত ৭ নভেম্বর নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে আবারও বিক্ষোভে নামে তারা। এসবের জেরে শনিবার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় প্রায় ১৬০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে আজ ৫৯টি কারখানা ছাড়া বাকিগুলো খুলে দেওয়া হয়েছে।

রোববার (১২ নভেম্বর) আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম এসব তথ্য জানান।

সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংপুর, নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার বেশ কিছু কারখানার ফটকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ লাগানো রয়েছে। সড়কে সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ছাড়া আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১, ঢাকা জেলা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সদস্যদের বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায়।

এদিকে গত কয়েক দিনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুরের ঘটনার পর এখন পর্যন্ত আশুলিয়া থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। এতে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ থেকে প্রায় সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী কারখানার কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১২টি মামলা দায়ের করেছেন। এসব মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন থেকে সাড়ে তিন হাজার আসামি করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শনিবার শুধু আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য শতাধিক কারখানা বন্ধ ছিল। ধামরাইসহ সাভার আশুলিয়ায় মোট কারখানা বন্ধ ছিল ১৩০টি। আজ শুধু আশুলিয়ায় ৫৯টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ৮টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, গতকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকায় বন্ধ কারখানাগুলো খুলে দিচ্ছেন কারখানা কর্তৃপক্ষ। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকলে দ্রুতই অন্যান্য কারখানাও খুলে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে পুশ‌ ইন, মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯ 

হামলার আশঙ্কা, ভারতের বন্দর-টার্মিনালে নিরাপত্তা জোরদার

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

পারভেজ হত্যায় টিনা ৩ দিনের রিমান্ডে

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক 

রাজশাহীর সাবেক মেয়র লিটনের সাবেক পিএ টিটু গ্রেপ্তার

ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দিল পাকিস্তান

বিয়ের পিঁড়িতে বসা হলো না শহীদ সুজন মাহমুদের

বিলের মধ্যে পড়েছিল যুবদল কর্মীর মরদেহ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

১০

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপির নেতাদের সাক্ষাৎ 

১১

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্রের ‘কার্টার সেন্টারের’ প্রতিনিধিদের সঙ্গে ফখরুলের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

১৩

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

১৪

সোনার নতুন দাম কার্যকর আজ

১৫

আবদুল হামিদের দেশ ছাড়া নিয়ে কী বলছে সরকার

১৬

ভারতের যে ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান

১৭

শামীমের কারণে ঘুমাতে পারছেন না অহনা 

১৮

‘নীলচক্রে’ গাইলেন জালালী শাফায়াত, নাচলেনও

১৯

ইসরায়েলের তৈরি ৩০ ড্রোন নাস্তানাবুদ করল পাকিস্তান

২০
X