দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আসনে (চট্টগ্রাম-১ মিরসরাই) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ছেলে মাহবুব উর রহমান রুহেল। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেঝ ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।
মাহবুব উর রহমান রুহেলের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া।
এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, শনিবার দুপুরে দলের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর মাহবুব উর রহমান রুহেল তার বাবা আমাদের পরম শ্রদ্ধেয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করেন এবং তার দোয়া নেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মাহবুব উর রহমান রুহেল যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ফিনল্যান্ডের আয়েশি জীবন ছেড়ে তিনি দেশে ফিরে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং বাবার পাশে থেকে মিরসরাইয়ের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখেন। এ ছাড়া দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তিনি বেইজ লিমিটেড নামের একটি আইটি সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ মোট সাতবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মিরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোশাররফ হোসেন।
দলীয় মনোনয়নপত্র নেওয়ার পর মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘বাবার দেখানো পথেই আমি হাঁটতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। দল মনোনয়ন দিলে অবশ্যই মিরসরাই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত।’
মন্তব্য করুন