দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি অপসারণ শুরু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ শুরু করেছে।
সিনিয়র সহকারী সচিব ও সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিন বলেন, নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৭নং বিধি অনুসারের সাতক্ষীরা পৌরসভা পোস্টার, লিফলেট এবং হ্যান্ডবিল অপসারণ শুরু করেছে। আগামী দু-এক দিনের মধ্যে সব ধরনের ধরনের পোস্টার, লিফলেট এবং হ্যান্ডবিল অপসারণ করা হবে।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, প্রচার সামগ্রী পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি থাকলে সেগুলো অপসারণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা পৌরসভাসহ জেলার সব ইউনিয়ন পরিষদকে প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেকেই কাজ শুরু করেছে।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। এরপর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। এ সময়ের আগে কেউ তার নির্বাচনী এলাকায় প্রচার চালাতে পারবেন না।
মন্তব্য করুন