গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার দুর্নীতিটাই শুধু দেখলেন’

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গোয়ালন্দে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ৪ মাসের বেতন বিলে স্বাক্ষর করতে লাখ টাকা ঘুস দাবির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদেরের বিরুদ্ধে।

বিষয়টির প্রতিকার চেয়ে ২০ নভেম্বর ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, ৬ জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধান শিক্ষক বরাবর পদত্যাগপত্র জমা দেন। ফলে ওই বিদ্যালয়ের সাধারণ ও ভোকেশনাল শাখার সর্বমোট ২৫ জন শিক্ষক-কর্মচারীরা ৪ মাস ধরে বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না। পরে শিক্ষকরা ইউএনওর মাধ্যমে জানতে পারেন সভাপতির পদত্যাগ পত্রটি গৃহীত হয়নি। এ অবস্থায় প্রধান শিক্ষকের কাছে বিলে স্বাক্ষর করার অনুরোধ করলে তিনি সভা ডেকে শিক্ষক-কর্মচারীর কাছে ১ মাসের বেতনের টাকা (প্রায় ৬ লাখ) দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেতন-ভাতার বিলে স্বাক্ষর না করে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেন।

গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের ২৫ জন শিক্ষক-কর্মচারীর চার মাস ধরে বেতন বন্ধ। এতে তার দুর্বিষহ জীবনযাপন করছেন। এদিকে নভেম্বর মাসের ১৬ তারিখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করেন এবং সর্বশেষ নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের বলেন, সারা দেশে এত দুর্নীতি হয় সেগুলো চোখে দেখেন না, শুধু আমারটাই দেখলেন। স্কুল পরিচালনা কমিটি সভাপতি পদত্যাগ করেছেন সেই পত্রটি শিক্ষা বোর্ডে গৃহীত হয়েছে কিনা, সে বিষয়ে আমি এখনো স্পষ্ট নই। এই মর্মে শিক্ষা বোর্ড থেকে আমি কোনো পত্র পাইনি। যে কারণে আমি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে সই করতে পারছি না। এ বিষয়ে আমি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, স্কুলের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ঢাকায় আছেন। সেখান থেকে এলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে ইউএনও আমাকেসহ দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক ঢাকায় আছেন। উনি এলে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে।

ইউএনও জাকির হোসেন বলেন, শিক্ষকরা অভিযোগ করার পরই আমি দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সিইসি নুরুল হুদার জামিন মেলেনি

সাজানো অভিযান / কলাবাগান থানায় সাবেক ওসির বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

তাসকিনের তাণ্ডবের পরেও লঙ্কানদের লড়াকু সংগ্রহ

ইউলাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : দুদু

কম্পিউটার সমিতির সভাপতি জহিরুলকে সনির শুভেচ্ছা

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ

ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের থাকতে অধ্যক্ষের নোটিশ

১০

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ৪১৬ জন

১১

এনবিআরের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১২

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

১৩

সৌদিকে লিখিত বার্তা দিল ইরান

১৪

পরবর্তী জন্মে প্রিয়াংকার স্বামী হতে চান শাহরুখ খান

১৫

সেই সহকারী সচিব তাবাসসুম চাকরিচ্যুত

১৬

চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

১৭

ভাতা কার্ডের কথা বলে দলিলে স্বাক্ষর, সম্পত্তি লিখে নেন ছেলেরা

১৮

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

১৯

বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?

২০
X