গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার দুর্নীতিটাই শুধু দেখলেন’

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গোয়ালন্দে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ৪ মাসের বেতন বিলে স্বাক্ষর করতে লাখ টাকা ঘুস দাবির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদেরের বিরুদ্ধে।

বিষয়টির প্রতিকার চেয়ে ২০ নভেম্বর ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, ৬ জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধান শিক্ষক বরাবর পদত্যাগপত্র জমা দেন। ফলে ওই বিদ্যালয়ের সাধারণ ও ভোকেশনাল শাখার সর্বমোট ২৫ জন শিক্ষক-কর্মচারীরা ৪ মাস ধরে বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না। পরে শিক্ষকরা ইউএনওর মাধ্যমে জানতে পারেন সভাপতির পদত্যাগ পত্রটি গৃহীত হয়নি। এ অবস্থায় প্রধান শিক্ষকের কাছে বিলে স্বাক্ষর করার অনুরোধ করলে তিনি সভা ডেকে শিক্ষক-কর্মচারীর কাছে ১ মাসের বেতনের টাকা (প্রায় ৬ লাখ) দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেতন-ভাতার বিলে স্বাক্ষর না করে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেন।

গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের ২৫ জন শিক্ষক-কর্মচারীর চার মাস ধরে বেতন বন্ধ। এতে তার দুর্বিষহ জীবনযাপন করছেন। এদিকে নভেম্বর মাসের ১৬ তারিখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করেন এবং সর্বশেষ নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের বলেন, সারা দেশে এত দুর্নীতি হয় সেগুলো চোখে দেখেন না, শুধু আমারটাই দেখলেন। স্কুল পরিচালনা কমিটি সভাপতি পদত্যাগ করেছেন সেই পত্রটি শিক্ষা বোর্ডে গৃহীত হয়েছে কিনা, সে বিষয়ে আমি এখনো স্পষ্ট নই। এই মর্মে শিক্ষা বোর্ড থেকে আমি কোনো পত্র পাইনি। যে কারণে আমি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে সই করতে পারছি না। এ বিষয়ে আমি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, স্কুলের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ঢাকায় আছেন। সেখান থেকে এলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে ইউএনও আমাকেসহ দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক ঢাকায় আছেন। উনি এলে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে।

ইউএনও জাকির হোসেন বলেন, শিক্ষকরা অভিযোগ করার পরই আমি দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১০

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১১

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১২

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৩

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৫

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৬

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৭

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৮

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৯

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

২০
X