আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় নৌকায় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এই আসনে টানা ৩ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেখানে রংপুর-৪ আসনের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ঘোষণা করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকায় বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছে, তেমনি জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।
মন্তব্য করুন