পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের ৩ বছর আগের নির্বাচন নয়- হাইকোর্টে রিট আবেদন খারিজ

আতাউর রহমান প্রধান।  ছবি : সংগৃহীত
আতাউর রহমান প্রধান। ছবি : সংগৃহীত

অবসরের ৩ বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেনো অবৈধ হবে না- এ সংক্রান্ত ৪টি পৃথক রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বলেন, হাইকোর্টের রায়ের পর সরকারি কর্মকর্তারা অবসরের ৩ বছর পার না হলে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। হাইকোর্টের পর্যবেক্ষণ হলো, সাবেক সরকারি কর্মকর্তারা সাধারণ নাগরিক নন এবং অবসর গ্রহণের পরপরই কার্যালয়গুলোতে তাদের প্রভাব থাকতে পারে।

হাইকোর্টের এই রায়ের পূর্ণাঙ্গ লেখা এখনো প্রকাশ করা হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২(১) (এফ) ধারা অনুযায়ী, সরকারি কর্মকর্তারা অবসর নেওয়ার তিন বছরের মধ্যে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।

এই ধারাকে চ্যালেঞ্জ করে মো. শামীম কামাল, মো. আব্দুল মান্নান, আতাউর রহমান প্রধান ও রতন চন্দ্র পণ্ডিতের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভিন্ন সময় পৃথক রুল জারি করেছিলেন। রুলে এই ধারাকে কেনো অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছিল হাইকোর্ট।

রিট আবেদনে বলা হয়, ভোটে অংশ নেওয়ার অধিকার সংবিধানের একটি মৌলিক বিষয়। সরকারি কর্মচারীদের অবসর বা পদত্যাগের পর সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াতে নিষেধ করা সংবিধানের ২৭ অনুচ্ছেদের মূলনীতি ও সমঅধিকার উভয়ই লঙ্ঘন করে।

গত ২৯ নভেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রিট পিটিশন ও রুলের শুনানি শেষ করেন এবং ‘যে কোনো সময় রায় দেওয়া হতে পারে’ বলে উল্লেখ করেন।

আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমির, প্রবীর নিয়োগী ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, নির্বাচন কমিশনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডিএজি অমিত দাস গুপ্ত শুনানির সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / যুদ্ধে ভারতের ক্ষতি ৮২ বিলিয়ন, পাকিস্তানের কত? 

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় আখাউড়ায় মিষ্টি বিতরণ

বগুড়ায় মহিলা আ.লীগের ২ নেত্রী গ্রেপ্তার

আবদুল হামিদ ফ্যাসিবাদের প্রতিনিধি ছিলেন : রিজভী

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’

ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন

নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আ.লীগ পালিয়েছে বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তে অনড় কোহলি

১০

‘প্রতিবেশী রাষ্ট্রের ঘাড়ে চড়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না’

১১

অস্ত্রসহ ইউপিডিএফের কর্মী জীবন গ্রেপ্তার 

১২

টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে ১৪ অপহৃত উদ্ধার

১৩

আ.লীগকে নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশের স্বার্থে অপরিহার্য : মামুনুল হক

১৪

কুমিল্লায় ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যুবকের

১৫

ভারত-পাকিস্তান সংঘাতের সংক্ষিপ্ত টাইমলাইন

১৬

আট বউ নিয়ে প্রকাশ্যে মোশাররফ করিম

১৭

বিশ্বকে প্রথম ‘ড্রোন যুদ্ধ’ দেখাল ভারত-পাকিস্তান

১৮

টাইগারদের বোলিং কোচ অ্যাডামসের বিদায়, নতুন কোচ হচ্ছেন টেইট

১৯

আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

২০
X