চুয়াডাঙ্গার জীবননগর থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত পলাতক সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বাঁকা গ্রামের সাইফুল ইসলাম, পাকা গ্রামের তানভীর, তৈয়ব আলী,জুমার মণ্ডল, বদ্যধরপুর গ্রামের পিয়াস আলী ও হরিহরনগরের আলী মুর্তজা, কামরুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআর পরোয়ানাভুক্ত আসামী বাঁকা গ্রামের সাইফুল ইসলাম, পাকা গ্রামের তানভীর, তৈয়ব আলী, জুমার মণ্ডল, বধ্যদরপুর পিয়াস আলী ও ০৩ বছর ০৫ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত মাগুরা জিআর-৫৪০/০৯, প্রসেস-৪৬/২৩, এর সাজা পরোয়ানা ভুক্ত আসামি হরিহরনগরের মসজিদ পাড়ার মো. আলী মর্তুজা, মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন