ময়মনসিংহের নান্দাইলে গোপন সূত্রের ভিত্তিতে ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
এ ঘটনায় (ময়মসিংহ-ট-১১-০২৭৬) কার্গো ট্রাকসহ আবু বক্কর সিদ্দিক নামে এক চালককে আটক করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ওসি রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারের পাথর ব্যবসায়ী কামাল মিয়ার অফিসের সামনে থেকে ট্রাকভর্তি ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দ চিনির বাজারমূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। তবে জব্দকৃত মালামালের মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ট্রাক চালক আবু বক্কর সিদ্দিক উপজেলার মুশুল্লী ইউনিয়নের জামতলা গ্রামের আ. গণির পুত্র।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানা পুলিশের এসআই শাহজাহান বাদী হয়ে চালক আবু বক্কর সিদ্দিকসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। নান্দাইল মডেল থানার ওসি মো. রাশেদুজ্জামান রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন