ফেনীতে সনদ ছাড়াই খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে হ্যাভেন বেকার্স, জয়গরু দধি ভাণ্ডার ও তার্কিশ বেকার্স অ্যান্ড জুসবার নামে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার মুক্তা গোস্বামী, তানভীর আহমেদ, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার কাজী মোহাম্মদ শাহান প্রমুখ।
এদিকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে জেলা প্রশাসক।
মন্তব্য করুন