রাজধানীর ডেমরায় মো. আল আমিন ভূঁইয়া (৩০) নামে এক দন্ত চিকিৎসককে বেধড়ক মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অপরাধে গ্রেপ্তারকৃত ৩ যুবককে বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এ বিষয়ে মঙ্গলবার রাতে ভুক্তভোগী আল আমিন ডেমরা থানায় অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ ৩ যুবককে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠায়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে আমতলা সফুর উদ্দিন মার্কেট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আজাদ হোসেন (১৯), মো. আনোয়ার হোসেন (১৯) ও মো. মেহেদী হাসান ওরফে তন্ময় (১৮)। তবে এ ঘটনায় ১নং আসামি অটোরিকশাচালক মো. শাহীন (২২) পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার ভুক্তভোগী অটোরিকশা নিয়ে সফুর উদ্দিন মার্কেটের সামনে এসে ভাড়া দিচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা শাহীনের অটোরিকশাটি চিকিৎসককে ধাক্কা দেয়। এতে কোমরে ব্যথা পেয়ে প্রতিবাদ জানালে অটোচালক শাহীন ক্ষিপ্ত হয়ে আল আমিনকে মারধর শুরু করে। এদিকে শাহীনের ডাকে সহযোগীরা এসেও ডাক্তারকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় কৌশলে শাহীন ওই চিকিৎসকের পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
মন্তব্য করুন