গাজীপুরের টঙ্গীতে জাতীয় পতাকা টানাতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিসিক শিল্পনগরীতে এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)।
নিহত আয়নাল নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিম উদ্দিনের ছেলে ও আশরাফুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের ছাত্তার মুন্সির ছেলে। তারা টঙ্গী বিসিকের আইডিএস নামক একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত দুজন শ্রমিক বিসিকের আই, এপ, এল নামক একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন। সকালে তারা বিজয় দিবস উপলক্ষে একটি কুয়াশায় ভেজা বাঁশে জাতীয় পতাকা টানাতে যায়। বাঁশে পতাকা টানিয়ে তা উঠাতে গিয়ে বিদ্যুতের তারে বাঁশের স্পর্শ লাগে। এতে পুরো বাঁশটি বিদ্যুতায়িত হয়ে দুইজনই গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের নিকটস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নির্মাণ প্রতিষ্ঠান আই, এপ, এলের তত্ত্বাবধায়ক শামীম মিয়া কালবেলাকে বলেন, পতাকা টানাতে গিয়ে আমাদের দুই শ্রমিক মারা গেছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন বলেন, দুইজন শ্রমিক বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন