যশোর-৫ মনিরামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর গাড়ি বহরে হামলা ও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় প্রার্থীর গাড়ি, মাইক্রোবাসসহ ৮টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিনগর ইউনিয়নের মথুরাপুর মোড়ে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) এসএম ইয়াকুব আলী অভিযোগ করেন, সন্ধ্যায় কাশিমনগর ইউনিয়নে নির্বাচনী অফিস ভাঙচুরের খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে কিছু দুষ্কৃতকারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় পৌর কাউন্সিলর বাবুল আক্তারসহ ৭/৮ জনকে মারপিট করা হয়। হামলাকারীরা ইয়াকুব আলী গাড়ি, মাইক্রোবাসসহ ৮টি মোটরসাইকেলে ভাঙচুর করে।
খবর পেয়ে রাতেই জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকারসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরির্দশন করেন।
মন্তব্য করুন