নাটোরের লালপুরে যাত্রী সেজে ইউনুস (৫৫)নামে এক চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-দেলুয়া রাস্তায় এ ঘটনা ঘটে। ভ্যানচালক ইউনুস উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর গ্রামের তৌহিরের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন আহমেদ জানান, সন্ধ্যার পর ওয়ালিয়া যাওয়ার কথা বলে তার ভ্যানে অজ্ঞাত দুই যাত্রী ওঠে। পরে ওয়ালিয়া যাওয়ার সময় দেলুয়া গ্রামের ফাঁকা রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা চালক ইউনুসকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। দ্রুতই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন