কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

নৌকার পক্ষে প্রচারে অংশ নেওয়ায় যুগ্ম সচিবকে শোকজ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গে অভিযুক্ত যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। ছবি : সংগৃহীত
নির্বাচনী আচরণবিধি ভঙ্গে অভিযুক্ত যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। ছবি : সংগৃহীত

কুমিল্লায় নৌকার এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক যুগ্ম সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে বুধবার (২৭ ডিসেম্বর) এ নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সাক্ষরিত চিঠিতে আগামী সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টার মধ্যে যুগ্ম সচিবকে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও কিবরিয়া মজুমদার গত ২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং ২৫ ডিসেম্বর জগন্নাথদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পায়েরখোলা এলাকার নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি প্রকাশ্যে নৌকা মার্কার ভোট চেয়ে বক্তব্য দেন। তার অধীনস্থ কর্মচারী আবুল কাশেমের মাধ্যমে নৌকার একজন প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা ও নৌকা মার্কায় ভোট চান। যার ভিডিও ক্লিপ ও কয়েকটি স্থিরচিত্র অনুসন্ধান কমিটির নিকট সংরক্ষিত আছে। ২৬ ডিসেম্বর গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রচারিত হয়। যুগ্ম সচিবের এ কার্যাবলী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ১৪(১) ও (২) ধারার লঙ্ঘন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।

জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের কোরকরা গ্রামে। এ বিষয়ে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ওই এলাকায় তার বাড়ি। নৌকার প্রার্থীর সঙ্গে দেখা করতে গেলে তাকে নির্বাচনী সমাবেশের মঞ্চে বসানো হয়।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার দিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা

পাঁচ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না

সিরিয়ায় গুপ্ত হামলা, দুই সেনাসহ তিন মার্কিনি নিহত

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না : হান্নান

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

সড়কে প্রাণ গেল সাবেক এমপিপুত্রের

নতুন চুল গজানোর জন্য চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন? 

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি মাখন, সম্পাদক লিটন

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

মাঠে নামছে ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

১০

আ.লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র রয়েছে : খোকন

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে এসিআই পিএলসি

১২

মৃদু শৈত্যপ্রবাহে কাবু তেঁতুলিয়ার মানুষ

১৩

বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে ইসলাম

১৪

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ হবে : জবি উপাচার্য 

১৫

রোববার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৬

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ধুলকাপাস

১৮

শান্তি মিশনে ৬ বাংলাদেশি নিহত, জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X