নোয়াখালীর চৌমুহনী গনিপুর গ্রামে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন জানান, ভোরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ঘরে অবস্থানরত তার বড় ভাই মামুন ও পরিবারের অপরাপর লোকজন ঘুমিয়ে ছিলেন। টের পেয়ে তারা সজাগ হয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয়দের চেষ্টায় আধা ঘণ্টা পরে আগুন নেভে। আগুনে ঘরের আসবাব পুড়ে গেছে।
এ নিয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। তবে ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খতিয়ে দেখছেন।
মন্তব্য করুন