রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ে আছেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী প্রচারে বাধা, হুমকি এবং হয়রানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে গোদাগাড়ী থানায় এই জিডি করা হয়। এদিকে এক বার্তায় মাহি জানান, তিনি ভীতসন্ত্রস্ত।

শুক্রবার রাত সোয়া একটার দিকে মাহিয়া মাহি নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস রেকর্ডে জানান, ভোটের মাঠে তাকে পরিকল্পিতভাবে হেনস্তা করার চেষ্টা করছেন নৌকার সমর্থকরা। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘দুদিন আগে এক হাটে আমি গণসংযোগে যাই। অটোরিকশায় বসে থাকা এক নারী আমাকে ডাকেন। তিনি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি এলাকার জন্য কী করেছি? করোনার সময় কী করেছি। সেই ভিডিও করে আবার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে (শুক্রবার রাতে) আবার গোদাগাড়ীর পালপুর এলাকায় গণসংযোগ করছিলাম। আমার বক্তব্যের মাঝখানে একজন এসে আবার একই কথা যে, করোনার সময় কী করেছেন? আমি তখন বুঝতে পেরেছি এটা বলার নির্দেশনা আছে। এই কথা বলতে বলতে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বলেন, এটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। এই রাস্তায় আপনি গণসংযোগ করতে পারবেন না। আমি বলেছি, এটা সরকারি রাস্তা। কেন প্রচারণা করতে পারব না। আপনি আমাকে বাধা দিচ্ছেন।’

মাহি বলেন, ‘আমি প্রশাসনকে জানানোর কথা বলি। তখন উপস্থিত লোকজন তাকে সরি বলতে বলে। আমি বললাম, ঠিক আছে সবার সামনে সরি বললে মাফ করে দেব। তিনি সরি বলবেনই না। ফাইনালি তিনি সরি বলেন। কিন্তু সবাই মিলে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন।’

মাহি ভয়েস রেকর্ডে জানান, পরে তিনি ইউএনও-ওসিকে ফোন করে জানালে তারা আসেন।

মাহি বলেন, ‘আমার কাছে তথ্য আছে যে আমি যেখানে যাব, সেখানে সাধারণ জনগণ সেজেই তারা একটা বিশৃঙ্খলা করবে। আগের জন নারী মহিলা লীগের নেত্রী, এই ছেলেটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আমি ভীতসন্ত্রস্ত। কারণ, আর মাত্র কয়টা দিন আছে। এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে কে কখন ঢুকে যাবে এবং বিশৃঙ্খলা করবে। তাই আমি প্রশাসনকে অনুরোধ জানাই তারা যেন এদিকে খেয়াল রাখেন।’

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘রাত ৯টার দিকে মাহিয়া মাহির ফোন পেয়ে আমি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেখানে যাই। এরপর পরিস্থিতি শান্ত করে আসি। এ ঘটনায় রাতেই প্রার্থীর লোকজন মামলা করতে আসেন। তবে যে অভিযোগ, সেটা সরাসরি মামলা হয় না। এ জন্য একটি জিডি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি

ফেব্রুয়ারিতে নির্বাচন রোধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : নীরব

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার ভিডিও নিয়ে জানা গেল সত্য ঘটনা

চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনে স্বতন্ত্র নীতিমালার দাবি

রাতে জামিনে কারামুক্ত হলেন শমী কায়সার

ঢাকায় ‘কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা’ অনুষ্ঠিত

‘ভোলাগঞ্জ থেকে লুট করা’ পাথর ডেমরায় উদ্ধার

আনুষ্ঠানিকভাবে আলাদা হল ঢাবি-সাত কলেজ

রাতে স্মার্টফোনের আসক্তি সহজেই দূর করুন

গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ : আমিনুল

১০

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

১১

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

১৩

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

১৪

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

১৫

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

১৬

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

১৭

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

১৮

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

১৯

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

২০
X