সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘শকুন আকাশে উড়ছে’, সতর্ক করলেন শামীম ওসমান

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি নম পার্কে এক প্রস্তুতি সভায় শামীম ওসমান। ছবি : কালবেলা
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি নম পার্কে এক প্রস্তুতি সভায় শামীম ওসমান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি আগামী প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। দ্বাদশ জাতীয় নির্বাচনে তার শেষ সমাবেশ হবে নারায়ণগঞ্জে। তাই নেত্রীর নিরাপত্তা আমদের জন্য বড় বিষয়। সমাবেশের জন্য কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে। তার বাইরে নেত্রীর নিরাপত্তার ব্যাপারে আরও কী করা যায় তা আমাদের দেখতে হবে। কারণ, শকুন আকাশে উড়ছে। এই শকুন আকাশে না থাকলে এ সমাবেশের জন্য আমাদের এত কষ্ট হতো না।

প্রধানমন্ত্রীর নির্বাচনী শেষ সমাবেশ সফল করতে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি নম পার্কে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি চাই, নেত্রী দাঁড়িয়ে যেন আমাদের নির্দেশনা দিতে পারেন। দেশকে ধ্বংস করার জন্য বিদেশি শক্তি কাজ করছে। সেই সঙ্গে এক বছর ধরে জামায়াত, বিএনপির সন্ত্রাসীরা নাশকতা করে বেড়াচ্ছে, আগুন সন্ত্রাস চালাচ্ছে। এরা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। এ সব শক্তি আজ এক হয়েছে। নির্বাচনের পর এই অশুভ শক্তির বিরুদ্ধে জনগণের ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কী করণীয় সে বিষয়ে ওই দিন এসে নেত্রী নির্দেশনা দেবেন। অশুভ শক্তি কীভাবে মোকাবিলা করতে হবে তার নির্দেশনা দেবেন। সব শক্তির কাছে তিনি মেসেজ দেবেন। তার কথা আমাদের বুঝে নিতে হবে।

তিনি বলেন, নেত্রীর শেষ সমাবেশ নির্ধারণ করা হয়েছিল ঢাকায়। কিন্তু নেত্রী বলেছেন, না শেষ সমাবেশ হবে নারায়ণগঞ্জে। জানুয়ারির ৪ তারিখ আড়াইটায় নেত্রী আসবেন। সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসবেন। সামসুজ্জোহা স্টেডিয়ামে সমাবেশ হবে, সেখানে আমরা সবাই সমবেত হব। নেত্রীর নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। আমি জেলা পর্যায়ের সব নেতাকে জানিয়েছি। আমি নিজেও কাজ করছি। নির্বাচনী প্রচারণা কমিয়ে দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সার হাসনাত, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মো. মুজিবুর রহমান, সোনারগাঁ থানা আওয়ামী লীগ সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী, বন্দর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

স্বস্তিকার আক্ষেপ

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

১০

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব : ফয়জুল করীম

১১

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

১২

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

১৩

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

১৪

ভোলায় সড়কে ঝরল ৪ প্রাণ

১৫

একসঙ্গে দিশা-তালবিন্দর

১৬

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

১৭

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

১৮

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

১৯

ভোটের পরেও যে কারণে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

২০
X