সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় চাঁন মিয়া নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রোববার (৩১ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌহালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, এনায়েতপুর মণ্ডলপাড়া গ্রামের চাঁন মিয়া গত ২৭ ডিসেম্বর রাতে এনায়েতপুর কেজির মোড় এলাকায় সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচনী ক্যাম্পের কাছে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের কর্মী আলী হোসেন, রুহুল আমীন ও ছায়েব আলী তাকে মারধর করেন। এরপর চাঁন মিয়া চিকিৎসা নিতে স্থানীয় ক্লিনিকে যাচ্ছিলেন। পথে আবারও তাকে মারধর করা হয়। এরপর শনিবার (৩০ ডিসেম্বর) রাতে মণ্ডলপাড়া কবরস্থানের পাশে এসে স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসের পক্ষ ত্যাগ না করলে সামনে মহাবিপদ আছে বলে হুমকি দেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আলী হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি করি না। অন্য দল করি। চাঁন মিয়াকে মারধরের বিষয়টি সত্য নয়।’
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মাহবুব হাসান বলেন, চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন