নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চিলাহাটী থেকে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর স্টেশনে আসার সময় কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ পৌঁছে মৃতের মরদেহ উদ্ধার করে। ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বিষয়টি কালবেলাকে জানিয়েছেন।
মন্তব্য করুন