মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মুলাদীতে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে মো. রুবেল শাহ (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মোকছেদ আকনের বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ।

রুবেল শাহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সেকান্দার শাহের ছেলে এবং বাটামারা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগমের স্বামী।

বাটামারা ইউনিয়নের হাজী গ্রুপ ও আকন গ্রুপের মধ্যে শান্তিচুক্তির ৫ মাস ১১ দিন পর হত্যার ঘটনা ঘটল। টুমচর গ্রামের আকন গ্রুপের লোকজন শান্তিচুক্তির শর্ত ভেঙে মোকছেদ আকন, ফারুক হাওলাদার, লোকমান ওরফে লোকমান ডাকাতের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে রুবেল শাহকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বজনরা।

রুবেল শাহ বাটামারার হাজী গ্রুপের লোক ছিলেন এবং সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর লাঙল প্রতীকের পক্ষে কাজ করছিলেন। হামলাকারীরা আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ড. মো. আমিনুল হক কবিরের ঈগল প্রতীকের লোক ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশের দাবি, এটা নির্বাচনী সহিংসতা নয়, হাজী ও আকন গ্রুপের দ্বন্দ্বে হত্যার ঘটনা ঘটেছে।

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, রুবেল শাহ সংসদ নির্বাচনে জাপা প্রার্থীর পক্ষে কাজ করতে ৩ দিন আগে বাড়িতে আসেন। বুধবার সকালে রুবেল শাহ বাড়ি থেকে জাগরনী বাজারে যাওয়ার পথে মোকছেদ আকনের বাড়ির সামনে পৌঁছালে মোকছেদ আকন, লোকমান ওরফে লোকমান ডাকাত, ফারুক হাওলাদার, রকিব সরদার, আব্বাস ব্যাপারী, মনির সরদার, তোতা মোল্লা, আ. রাজ্জাক হাওলাদার, মনির হাওলাদার, দুলাল হাওলাদারসহ ২০-২৫ জন লোক রামদা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রুবেল শাহকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। সংবাদ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে কালকিনি খাসেরহাট এলাকায় তার মৃত্যু হয়।

বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু জানান, রুবেল শাহ লাঙল প্রতীকের পক্ষে কাজ করছিলেন। তবে নির্বাচনী প্রচার নিয়ে কারও সঙ্গে দ্বন্দ্ব কিংবা বাগবিতণ্ডা হয়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাটামারা ইউনিয়নে হাজী ও আকন গ্রুপের মধ্যে প্রায় ২৩ বছর ধরে বিরোধ ছিল। বরিশাল জেলা পুলিশ ও মুলাদী থানা পুলিশের মধ্যস্থতায় ২০২৩ সালের ২২ জুলাই ওই দুই পক্ষের মধ্যে একটি শান্তিচুক্তি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে শান্তিচুক্তির শর্ত ভেঙে একটি গ্রুপ রুবেল শাহকে কুপিয়ে হত্যা করে থাকতে পারে।

মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানান, পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন যুবকের কোমরে মিলল আট কোটি টাকার স্বর্ণ

হাসপাতালে খালেদা জিয়া

ইসির রোডম্যাপে দেশ নির্বাচনের দিকে আরেক ধাপ এগিয়ে গেল : সমমনা জোট

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ শাবির ৮৫ শিক্ষকের

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা চুয়েটের

আল আরাফা ব্যাংকের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, কারাগারে ৮

দাবি আদায় হয়নি, নতুন ঘোষণা শিক্ষার্থীদের

রমনা বিভাগের ডিসিকে নিয়ে অপপ্রচার

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এবি পার্টির প্রতিক্রিয়া 

বাস্তবায়ন হয়নি ৩৫ বছর আগের খুবি ক্যাম্পাসের মহাপরিকল্পনা

১০

ঋতুপর্ণার বাবা কখনোই চাননি মেয়ে নায়িকা হোক

১১

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

১২

ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

১৩

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

১৫

গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া নীতিগত অনুমোদন

১৬

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

১৭

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

১৮

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

১৯

কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

২০
X