বগুড়ার গাবতলীতে একটি ভোটকেন্দ্রে থেকে দুটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এই বোমাগুলো উদ্ধার করা হয়। বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ।
গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দুপুরে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। ভোটারদের মনে ভীতি সৃষ্টি করতেই এ বোমাগুলো রাখা হয়। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জড়িতদের শনাক্তে কাজ চলছে।
মন্তব্য করুন