পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যখন বিদেশিরা নিষেধাজ্ঞা দেবে তখন আমরা মোকাবিলা করব। এর আগে ভয় পেয়ে হাত-পা গুটিয়ে বসে থাকব না। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যদি স্যাংশন দিতে চায় দেবে, সেটা মোকাবিলা করারও পথ আছে। এগুলো আগে আলোচলার বিষয় নয়। তবে সাবধান থাকা ভালো।’ নির্বাচন সুষ্ঠু হবে কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচন খুবই সুষ্ঠু হবে।
তিনি আরও বলেন, আমি আমার কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছি। জয়ের ব্যপারে আমরা শতভাগ আশাবাদী। বিএনপির বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তারা যদি পরিবর্তন চায় তাহলে নির্বাচনে এসে জনরায় নিয়ে সংসদে গিয়ে বৈধভাবে এটি পরিবর্তন করতে পারত। কিন্তু তারা সেটা না করে ভোটের পরিবেশ অশান্ত করছে। গাড়িতে ঢিল মারছে, ভাঙচুর করছে, অগ্নিসন্ত্রাস করছে। অসহযোগের নামে তারা যেটা করছে তা গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগতভাবে আমি এর প্রতিবাদ করি।
এরপর শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্তব্য করুন