দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে জালভোট দেওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের চক সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে প্রবেশ করে অন্য ভোটারের ভোট দেওয়ার চেষ্টাকালে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুলিশের সহায়তায় আটক করে থানায় সোপর্দ করেন।
আটক হওয়া দুই যুবক হলো- ওই এলাকার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বেলাল ইসলামের ছেলে আসলাম ও হাফিজুর রহমানের ছেলে বিপ্লব ইসলাম। তারা দুজনেই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাম্মী আখতার জানিয়েছেন, জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে পুলিশের মাধ্যমে থানায় প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন