দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ফেনীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ৩টি সংসদীয় আসনে গড়ে ৪৪ দশমিক ৫৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ফেনীর ৩টি আসনে সবকটি কেন্দ্রের ফলাফল এখনো আমরা পাইনি। সেটি বাদে এখন পর্যন্ত ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ৪৯ দশমিক ৩ শতাংশ, ফেনী-০২ (সদর) আসনে ৫৬ শতাংশ, ফেনী-০৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে ২৯ দশমিক ৮৭ শতাংশ ভোট পড়েছে।
তিনি আরও বলেন, ফেনীতে ৩টি সংসদীয় আসনেই দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এজন্য প্রার্থী-ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে ধন্যবাদ জানাই।
মন্তব্য করুন