রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শূন্য ভোট পড়ার খবর পাওয়া গেছে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ভোট গণনার বিবরণী থেকে এই তথ্য পাওয়া যায়। কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ১৪২ জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আমাদের হাতে এখনো এই কেন্দ্রগুলোর ফল আসেনি। ফল আসলে তা আমরা বলতে পারব।
স্থানীয় সূত্রে জানা যায়, এই কেন্দ্র ছাড়াও আরও কয়েকটি কেন্দ্রে কোনো ভোট না পড়ার খবর রয়েছে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে নানিয়ারচর উপজেলার মরাচেঙ্গী মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮০৬ ভোটের মধ্যে মাত্র ৬ ভোট পড়ার খবরও পাওয়া গেছে।
স্থানীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ভোট বর্জন করার কারণে তাদের আওতাধীন এলাকাগুলোতে থাকা এই ভোটকেন্দ্রগুলোসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল।
অপরদিকে রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমি, রাঙামাটি শিশু নিকেতন, সিনিয়র মাদ্রাসা কেন্দ্রসহ শহরের বেশির ভাগ কেন্দ্রে দেখা গেছে লাইন ধরে ভোটারদের ভোট দিতে। সারাদিন উৎসবের আমেজ ছিল ভোটকেন্দ্রগুলোতে। এ ছাড়াও জেলার কাপ্তাই, কাউখালি, লংগদু, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় ও সকাল থেকে ভোটারদের উপস্থিতির খবর পাওয়া গেছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। ভোট দিতে এসেছেন ১৮ বছরের তরুণ থেকে ৮০ বছরের বৃদ্ধা।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ২৯৯নং আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২১৩টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়। এতে নৌকা প্রার্থী দীপংকর তালুকদার পান ১,১৬,১৭১ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট প্রার্থী অমর কুমার দে পান ১৪৯৯ ভোট, তৃণমূল বিএনপি প্রার্থী মো. মিজানুর রহমান পান ৮৭৩ ভোট।
রাঙামাটি ২৯৯নং আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, জেলার কোথাও কোনো নির্বাচনী সহিংসতার খবর নেই, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন