দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম।
রোববার (৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালযের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম এবার দিয়ে রাজবাড়ী-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
এ আসনে মো. জিল্লুল হাকিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫৩৪ ভোট, তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক (সোনালি আঁশ) পেয়েছেন ৭৬৫ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আব্দুল মতিন মিয়া (মশাল) পেয়েছেন ২ হাজার ৬০২ ভোট ও মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল (ছড়ি) পেয়েছেন ৮৪৭ ভোট।
এ আসনে ১৯৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন। এদের মধ্যে ২ লাখ ৯১ হাজার ২৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসব ভোটের মধ্যে থেকে বাতিল হয় ৬ হাজার ১৪০ ভোট।
মন্তব্য করুন