জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের অনন্তবাড়িতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির বিষয়টি নিশ্চিত করেছেন। কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল হঠাৎ থামালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষিকার ভাসুর নাজমুল হুদা মিঠু জানান, তার ভাই মন্জুরুল হুদা রিপন সপরিবারে জামালপুর শহরে বসবাস করেন। তার ভাই রিপন তার নিজ গ্রাম সদর উপজেলার শ্রীপুর টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকরি করেন। ভাবি খালেদা খানম খুশি একই এলাকার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি করছিলেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জামালপুর শহরের ভাড়া বাসা থেকে রিপন তার স্ত্রীকে কর্মস্থলে নিয়ে যাচ্ছিলেন। পথে একটি কুকুর আড়াআড়িভাবে রাস্তা পার হতে গেলে হঠাৎ ব্রেক করে পাশ কাটাতে গেলে পেছনের সিটে বসা খুশি রাস্তায় পড়ে যান। এ সময় তাদের ছোট ছেলেও তাদের সঙ্গে ছিল।
তিনি আরও জানান, রাস্তায় ছিটকে পড়া খুশির নাক ও কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়। এ সময় তাকে স্থানীয় বেসরকারি নান্দিনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মন্তব্য করুন