ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাতভর নির্যাতন চালিয়ে রাসেল (৩২) নামের এক যুবককে হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে আফতাব উদ্দিন রাব্বিও রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কেরানীগঞ্জ থানার একজন এসআই জানান, রাসেলের বাবা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হাওলাদারের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়। হত্যার পর দিন ১০ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মঙ্গলবার (১৬ জানুয়ারি) পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাতভর নির্যাতন চালিয়ে রাসেল (৩২) নামের ওই যুবককে হত্যার অভিযোগ ওঠে। নিহতের পিতা তোফাজ্জল হাওলাদারের অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাফ উদ্দিন রাব্বির নেতৃত্বে তার অফিসে মঙ্গলবার (৯ জানুয়ারি) আলমগীর হোসেন ওরফে ঠান্ডু (৩২), আমির (৩৩), শিপন (২৯), মো. রাশেদ (৩৫), অপু আহমেদ (৩৬), মো. সবুজ (৩৪), মো. সুমন (৩৭), দেলোয়ার ওরফে দেলু (৩৫), অভি (২৫), সুমন (৪০), রিপন ওরফে তোতলা রিপন (৪০)-সহ ১৫/২০ জন দুর্বৃত্ত রাসেলকে কিল, ঘুষি ও উপর্যুপরি লাথির মাধ্যমে সারা রাত নির্যাতন চালায়। বুধবার (১০ জানুয়ারি) ভোরে আত্মীয়রা রাব্বির অফিস থেকে অচেতন অবস্থায় রাসেলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানিয়েছিলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন