ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় রবিউল (২২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উপজেলার মোজারদি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের টিয়ারা গ্রামের রেজাউল করিমের ছেলে।
জানা গেছে, রবিউল ময়মনসিংহের একটি বেকারিতে ভ্যানচালকের কাজ করত। বৃহস্পতিবার বেকারির পণ্য নিয়ে ময়মনসিংহ থেকে কাশিগঞ্জ যাচ্ছিল সে। পথে ভ্যানগাড়িটি ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উপজেলার মোজারদি এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানগাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই রবিউল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকচালক পলাতক রয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন