মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ডিংগাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির এক শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, উপাদী উত্তর ইউনিয়নের ডিংগাভাংগা গ্রামে অবস্থিত মুন্সি বাড়ির বাসিন্দা মোতালেব মুন্সির মেয়ে সুমি আক্তারের (১৬) বিয়ের তোরজোড় চলছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে সচেতন মহল স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধানকে অবগত করেন। পরে গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ইউপি চেয়ারম্যান। স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হওয়ায় সচেতন মহল উক্ত কার্যক্রমের প্রশংসা করেছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, বাল্যবিবাহের বিষয়টি আমাকে অবগত করার পর, আমি সাথে সাথে ওই বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ের সকল কার্যক্রম বন্ধ করেছি। মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত যেন বিয়ে না দেয়, এ বিষয়ে তার অভিভাবকদের নির্দেশ প্রদান করেছি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অন্যায়। সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিহত করা আমাদের দায়িত্ব। বিবাহের বিষয়টি আমাকে জানিয়েছে। বিয়ে বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালাসহ সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য করুন