ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সারাদিনে লাইনে থাকছে না গ্যাস, সিলিন্ডারেই ভরসা

সারাদিনে সাপ্লাই গ্যাস না থাকায় মাটির চুলায় এভাবেই রান্না। ছবি : কালবেলা
সারাদিনে সাপ্লাই গ্যাস না থাকায় মাটির চুলায় এভাবেই রান্না। ছবি : কালবেলা

ফেনীতে গ্যাসের সংকট দেখা দিয়েছে তীব্র আকারে। শীতের শুরু থেকে দিনের বেলায় গ্যাস প্রায়ই পাচ্ছেনই না জেলার ৩২ হাজার গ্রাহক। রান্নার জন্য একমাত্র ভরসা এলপিজি সিলিন্ডারের খরচ এখন তাদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

জেলা শহর, সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার গ্রাহকেরা জানান, সকালের নাস্তা ও দুপুরের খাবার রান্নার সময় গ্যাসের চাপ না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফেনী শহরের পূর্ব উকিলপাড়া, পেট্রোবাংলা, বাঁশপাড়া, সহদেবপুর, আলোকদিয়া, পুরাতন পুলিশ কোয়ার্টার, রামপুর, শান্তি কোম্পানি রোড, বিরিঞ্চী, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী, রতনপুর, দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর এলাকার গ্রাহকরা প্রায় সবাই কমবেশি গ্যাস সমস্যার মধ্যে পড়ছেন।

শহরের উত্তর সহদেবপুর এলাকার গৃহিণী শিপু নাথ বলেন, ভোরে নিভু নিভু গ্যাস থাকলেও সকাল ৭টার পর থেকে চাপ একেবারে কমে যায়। ফলে চুলা জ্বলে না। সকাল ও দুপুরের খাবার তৈরি করতে বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস নিতে হয়েছে।

সদর উপজেলার বিরলী গ্রামের নাসরিন বেগম বলেন, রাত ৯টার দিকে গ্যাস আসে আবার সকাল ৭টার দিকে চলে যায়। শীতের রাতে ওই গ্যাস পরিবারের কোনো কাজে আসে না। তখন সবাই ঘুমের প্রস্তুতিতে থাকে। যখন বাসায় গ্যাসের দরকার, তখন লাইনে গ্যাস পাওয়া যায় না। তাই লাইনের গ্যাসের অনিশ্চয়তার কারণে বাসায় মাটির চুলা ব্যবহার করতে বাধ্য হয়েছি।

মনোয়ারা আক্তার নামে এক গৃহিনী বলেন, ঘুম থেকে উঠেই চুলোয় গ্যাস থাকে না। হোটেল, রেস্তোরাঁয় গিয়ে সকালের নাশতা আনতে হচ্ছে। দুপুর, বিকেল গড়িয়ে রাতেও পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী গ্যাস। রাত ৯টার পর গ্যাস স্বাভাবিক হলেও তখন রান্নার আগ্রহ থাকে না।

শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার মিরান উদ্দিন বলেন, সময়মতো গ্যাস না থাকায় রান্নায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী হওয়ায় এক মাস ধরে বাধ্য হয়ে সকাল ও দুপুরের খাবার হোটেল-রেস্তোরাঁয় খেতে হচ্ছে।

গ্রাহক গণেশ পাল বলেন, আমরা নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করেও গ্যাস পাচ্ছি না। বরং সিলিন্ডার কিনতে গিয়ে প্রতি মাসে হাজার তিনেক টাকা বেশি গুনতে হচ্ছে। স্বল্প আয়ের মানুষ হিসেবে রান্নায় বাড়তি অর্থ ব্যয় হচ্ছে।

গ্রাহকরা গ্যাস নিয়ে এ অসুবিধার সম্মুখীন হলেও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বাখরাবাদ গ্যাস কোম্পানির ফেনী কার্যালয় থেকে জানানো হয়েছে, কয়েক মাস ধরে ফেনী শহর ও আশপাশের আবাসিক গ্রাহক নিয়মিত গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাহরিয়ার বাপ্পি বলেন, গ্যাসের চাপ চাহিদামতো না থাকার সমস্যা শুধু ফেনী নয়, সারাদেশেই একই চিত্র। গ্যাসের চাপ না থাকায় জাতীয় গ্রিড থেকে সঞ্চালন লাইনে কম গ্যাস পাওয়া যাচ্ছে। সে জন্য ঘাটতি রয়েছে।

ফলে আবাসিক গ্রাহকসহ বাণিজ্যিক লাইনের অনেক স্থানে গ্যাসের চাপ চাহিদা অনুযায়ী থাকছে না। তা ছাড়া শীতের তীব্রতায় গ্যাসের ঘনত্ব বেড়ে যাওয়ায় বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে গেছে।

ব্যবস্থাপক আরও বলেন, গ্যাসের চাপ বাড়িয়ে চাহিদা অনুযায়ী গ্রাহককে সরবরাহ করতে পুরোনো সঞ্চালন লাইনের পাশাপাশি নতুন একটি লাইন স্থাপন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ লাইন স্থাপন শেষ হলে গ্রাহকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়ে যাবে।

৩২ হাজার গ্রাহকের জন্য কী পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে এবং তার বিপরীতে কতটুকু পাওয়া যাচ্ছে- জানতে চাইলে শাহরিয়ার বাপ্পি বলেন, বাখরাবাদ গ্যাস মূলত কুমিল্লা স্টেশন থেকে সঞ্চালন করা হয়। আমরা এখানে শুধু বিতরণ, লাইন সংস্কার ইত্যাদির কাজ করি। ফলে এখানে কী পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে সেটা কুমিল্লা কার্যালয় থেকে বলতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত, ঝোড়ো হাওয়ার শঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১০

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১১

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১২

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৩

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৪

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৫

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১৬

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১৭

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১৮

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৯

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

২০
X