বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার রত্মপুর ইউনিয়নের সাহেবের হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।
উম্মে ইমামা বানিন জানান, রত্মপুর ইউনিয়নের সাহেবের হাটে কচ্ছপ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুবাস বাড়ৈকে ১৭টি কচ্ছপসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। রাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল ও ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন