শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নাব্য সংকটে ঘাটে ভেড়ে না লঞ্চ, যাত্রীদের নামতে হচ্ছে দূরের বালুচরে

চরভদ্রাসনের পদ্মা নদীর গোপালপুর ঘাট। ছবি : কালবেলা
চরভদ্রাসনের পদ্মা নদীর গোপালপুর ঘাট। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীর গোপালপুর ঘাটের প্রায় এক কিলোমিটার পাড় এলাকা নাব্য হারিয়ে নৌযান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শুস্ক মৌসুম শুরুর পর থেকে গত ১৫ দিন ধরে পানি শুকিয়ে ওই ঘাটে লঞ্চ ও স্পিডবোট ভিড়তে পারছে না। ফলে প্রতিদিন রাজধানী ঢাকাগামী উপজেলার হাজার হাজার লঞ্চ যাত্রী নামানো হচ্ছে প্রায় দেড় কিলোমিটার দূরের বালুচরে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই নৌরুটের যাত্রীরা।

জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর-মৈনট পদ্মার ঘাট দিয়ে আশপাশের পাঁচটি উপজেলার যাত্রীরা প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এ নৌরুটের যাত্রীরা স্পিড বোট ও লঞ্চে খুব অল্প সময়ে পদ্মা নদী পাড় হয়ে দোহার উপজেলা দিয়ে ঢাকা যাতায়াত করে থাকেন। কিন্তু চলতি শুষ্ক মৌসুম শুরু থেকে উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট পয়েন্টে বিশাল চর পড়ে নৌযান চলাচল অয্যোগ্য হয়ে রয়েছে। ফলে নাব্যতা সংকটে গোপালপুর ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তর দিকের উজানে পদ্মা নদীর হাজিডাঙ্গী গ্রামের বালুচরে প্রতিদিন হাজার হাজার লঞ্চ যাত্রী নামানো হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা এবং প্রতিদিন মোটা অঙ্ক লোকসান গুনছেন বলে লঞ্চ মালিকরা জানিয়েছেন।

উপজেলার গোপালপুর ঘাট ঘুরে জানা যায়, উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট পার থেকে পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার পদ্মার পার এলাকাজুড়ে বালুচর পড়ে রয়েছে। ফলে এ ঘাটে লঞ্চ ভিড়তে না পেরে প্রায় দেড় কিলোমিটার উত্তর দিকের উজানে পদ্মা নদীর হাজিডাঙ্গী গ্রামের বালুচরে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। রাজধানী ঢাকা থেকে ফেরত যাত্রীরা শিশু, বৃদ্ধ ও ব্যাগ ব্যাগেজ নিয়ে বালুচর দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

ঢাকা থেকে আসা একযাত্রী মারুফা আক্তার (৪১) জানায়, নাব্য সংকটে মেনট থেকে লঞ্চে উঠে পদ্মা নদী পার হতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে গেছে। আগের চেয়ে দ্বিগুণ সময় লাগার পরও নামিয়ে দেওয়া হয়েছে দেড় কিলোমিটার দূরের বালুচরে। তিনি আরও জানান, আমার সাথে দুটি শিশু সন্তান ও ব্যাগ ব্যাগেজ নিয়ে উপজেলার প্রধান সড়কে পৌঁছানো খুবই কষ্ট হচ্ছে।

আরেক যাত্রী জব্বার ফকির (৫০) বলেন, এ নৌরুটের যাত্রীরা গত ১৫ দিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুধু শুনতেছি গোপালপুর ঘাটের কিছু অংশ নৌ চলাচলের জন্য ড্রেজিং কাজ শুরু হবে কিন্তু কাজ তো শুরুই হচ্ছে না। ওই লঞ্চ ঘাটের টিকিট মাস্টার মো. মোক সেদুর রহমান জানান, অত্র ঘাটটি ড্রেজিং না হওয়াতে আমাদের যাত্রী একবারেই কমে গেছে এবং প্রতিদিন আমরা হাজার হাজার টাকা লোকসান গুনছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ বলেন, আপাতত লঞ্চ ও স্পিটবোর্ড চলাচলের জন্য পদ্মা নদীর গোপালপুর ঘাটে ড্রেজিং করে একটি ক্যানেল করা হবে। খুব শিগগিরই বিআইডব্লিউটিএ ওই নৌরুটটি চালু রাখতে ড্রেজিং কার্যক্রম শুরু করবেন।

এ বিষয়ে শিমুলিয়া বিডাব্লিউটির নৌবন্দর কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আমি ঊর্ধ্বতনদের লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন। কিছুদিনের মধ্যেই খনন কাজের জন্য সংশ্লিষ্টরা ঘাটের উদ্দেশ্যে রওনা হবে। খনন যন্ত্র আসার পরবর্তীতেই যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১০

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১১

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১২

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৩

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৪

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৫

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৬

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৭

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৮

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৯

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

২০
X